বীজ ঘর ডটকমের ভেজাল মুক্ত নিম খৈল গুড়া গাছের জন্য উপকারী সেরা মানের জৈব সার। নিম খৈল যে কোন ফল, ফুল এবং সবজি গাছের জন্য প্রয়োজনীয় একটি জৈব উৎকৃষ্ট খাদ্য উপাদান।
ছাদ বাগানে বা জৈব পদ্ধতিতে কৃষি কাজে নিম খৈল গুড়ার গুরুত্ব অপরিসীম।
নিমের খৈল বাগান বা মাঠ ফসল, সবজি, ফুল ও ফল গাছের রুটনট নিমাটোডা দমনে খুবই কার্যকরী এবং প্রায় ৬ প্রকারের মাটির পোকা এবং উইপোকা দমনে সক্রিয় ভূমিকা রাখে।
বাগানে বা টবে কোনো ক্ষতিকারক পোকার লার্ভা যেন না জন্ম নেয় সেটারও নিশ্চয়তা দেয় নিমের গুঁড়া।
বগানের বা টবে নিম খৈল গুড়া ব্যবহারের উপকারিতা
- নিম খৈল সবজি, ফুল ও ফলের রুটনট ও নিমাটোড দমনে খুবই কার্যকারিত ফলে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে।
- প্রায় ৬ ধরনের মাটির পোকা দমনে সক্রিয় ভূমিকা রাখে।
- মাটির গুনাগুন ও উর্বরতা বৃদ্ধি করে; ফুল ও ফলের ফলন বৃদ্ধি করে।
- সরাসরি গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে ব্যাবহার করা যায়।
- নিমের খৈল মাটির বিভিন্ন ব্যাকটেরিয়া নাইট্রোজনীয় যৌগগুলিকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তর করতে বাধা দেয়।
- গাছের শিকড় বৃদ্ধি করার জন্য মাটির জমিন, পানির ধারণক্ষমতা এবং মাটির বায়ু চলাচল স্বাভাবিক রাখে।
- মাটি শোধনের জন্য নিমের খৈল ব্যবহৃত হয় যা মাটিকে সমৃদ্ধ করে এবং নাইট্রোজেনের ক্ষতি হ্রাস করে।
- নিমের খৈল পরাগবাহী, মৌমাছি, পাখি, গবাদি পশু এবং মানুষের জন্য নিরাপদ।
- ইউরিয়া সার মাটি থেকে উঠে নষ্ট হওয়া বন্ধ করে এবং দীর্ঘদিন মাটিতে ধরে রাখে ফলে গাছ বেশি দিন ধরে
- সম্পূর্ণ সার গ্ৰহন করতে পারে । অনেকটা প্রাকৃতিক সারের মতোই নিমের খেল কাজ করে।
- নিম খৈল পোকার হরমোন প্রক্রিয়া এবং বৃদ্ধিতে বাধা প্রদান করে থাকে।
- নিমের খৈল সবচেয়ে বেশি কাজ করে থকে পোকা এবং অন্যান্য ক্ষতিকর পতঙ্গ গুলো যখন ছোট থাকে এবং সম্পূর্ণ ভাবে রূপান্তরিত হওয়ার আগেই তা নিয়ন্ত্রন করে ফেলে।
Reviews
There are no reviews yet.