ক্ষেতে পোকা দমনের নিরাপদ,অবিষাক্ত ও পরিবেশ বান্ধব পদ্ধতি বা কৌশল হল আঠালো ফাঁদ। জাব পোকা, সাদা মাছি ও শোষক পোকাসহ অন্যান্য ছোট পোকা দমনে হলুদ ও নীল ফাঁদ ব্যবহার করা হয়।
একই সাথে এই ফাঁদ পোকার উপস্থিতি ও পরিমান বুঝতেও সমানভাবে কাজ করে।
উৎপাদন খরচ কমনো পাশাপাশি এবং বিষমুক্ত সবজি উৎপাদনে চাষিদের পাশাপাশি ছাদ বাগানিরাও ব্যাবহার করতে পারেন এই ফাঁদ।
বীজ ঘর ডটকমের আঠালো ফাঁদ; ক্ষতিকর পোকাদের করে বরবাদ!
- ক্ষতিকর পোঁকা দমনের নতুন কার্যকরী পদ্ধতি ‘হলুদ বা নীল ফাঁদ’।
- আঠালো জাতীয় এই হলুদ বা নীল রংয়ের ফাদে বসে আটকা পড়ে মারা যাচ্ছে ক্ষতিকর সব পোকা।
- এ পদ্ধতিতে পোকা দমন হওয়ায় আপনার ফুল, ফল ও সবজির ক্ষেতে ব্যবহার করতে হবে না কীটনাশক।
- পোকা দমনে হলুদ বা নীল ফাঁদ; একটি নিরাপদ,অবিষাক্ত ও পরিবেশ বান্ধব পদ্ধতি বা কৌশল।
- জাব পোকা, সাদা মাছি ও শোষক পোকা সহ অন্যান্য ছোট পোকা দমনে ব্যবহার করা হয়।
- এছাড়া এই ফাঁদ পোকার উপস্থিতি ও পরিমান বুঝতেও সমান ভাবে কাজ করে।
- ফসলের ক্ষেতে যখন আঠা মিশ্রিত হলুদ শিট বা হলুদ কালারের স্টিকি ট্র্যাপ টাঙিয়ে দেয়া হয় তখন পোকা সেখানে উড়ে এসে পড়ে এবং আঠাতে আটকে যায়।
- এছাড়া কিছু পোকা নীল রংয়েও আকৃষ্ট হয়।
- সে কথা চিন্তা করে আমাদের আছে হলুদের পাশাপাশি নীল রংয়ের আঠালো কাগজ বা ফাঁদ।
- সবজি চাষের প্রতি বিঘা জমিতে ২৫-৩০টি আঠালো ফাঁদ লাগালেই হয়।
- এটি জলরোধী (Waterproof) তাই পানিতে বা বৃষ্টিতে নষ্ট হয়না।
- হলুদ রংটির তরঙ্গ দৈর্ঘ্য উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ায় দুর থেকে দেখা যায়।
- এই জন্য পোকা মাকড়কে সহজে এবং কার্যকরভাবে আকৃষ্ট হয়।
- ৩৫° – ৪০° পর্যন্ত তাপমাত্রা সহনশীল। সুতরাং উচ্চ তাপমাত্রায় কৃষি জমিতে ও ছাদ বাগানে খুব ভালোভাবে কার্য ক্ষমতা বজায় রাখতে সক্ষম।
ফাঁদ গুলো লাগানোর নিয়ম
- আঠালো হলুদ বা নীল ফাঁদ গুলো সবজি ফসল থেকে এক-দেড় হাত উঁচুতে খুঁটির সাহায্যে ঝুলিয়ে দিতে হবে ২ হাত অন্তর অন্তর।
- ফসল বাড়ার সাথে সাথে ফাঁদ গুলো দড়ি সমেত উঁচুতে করে দিতে হবে।
Reviews
There are no reviews yet.