টমেটো ও মরিচ চাষে রোগবালাই ও পোকামাকড় দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক বালাইনাশক প্রয়োগ করলে ফলন বাড়ে এবং ফসলের ক্ষতি কমে। নিচে চারা রোপণ থেকে শুরু করে ফল তোলা পর্যন্ত একটি কার্যকরী স্প্রে সিডিউল বা তালিকা দেওয়া হলো।
স্প্রে শুরুর সময়: চারা রোপনের ১০-১২ দিন বয়স থেকে স্প্রে করা শুরু করতে হবে। এরপর অবস্থাভেদে প্রতি ৬-৭ দিন বা ৭-১০ দিন পরপর স্প্রে অব্যাহত রাখতে হবে।
১ম স্প্রে (চারা রোপনের ১০-১২ দিন পর)
প্রথম স্প্রেতে শোষক পোকা ও সাধারণ ছত্রাক দমনের ব্যবস্থা নিতে হবে।
- কীটনাশক: ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের যেকোনো একটি (০.৫ মিলি/লিটার)।
- সাথে ছত্রাকনাশক: কার্বেন্ডাজিম গ্রুপের যেকোনো একটি (২ গ্রাম/লিটার)।
২য় স্প্রে
মাকড় ও শোষক পোকা দমনের জন্য এই স্প্রে কার্যকর।
- কীটনাশক: স্পাইরোটেট্রামেট বা স্প্রাইরোমেসিফেন গ্রুপের যেকোনো একটি (১ মিলি/লিটার)।
- সাথে ছত্রাকনাশক: ম্যানকোজেব গ্রুপের যেকোনো একটি (২ গ্রাম/লিটার)।
৩য় স্প্রে
লার্ভা ও চিবিয়ে খাওয়া পোকা দমনে এই ধাপ জরুরি।
- কীটনাশক: এসিফেট গ্রুপের যেকোনো একটি (১.৫০ গ্রাম/লিটার)।
- সাথে বালাইনাশক: কপার হাইড্রোঅক্সাইড গ্রুপের যেকোনো একটি (২ গ্রাম/লিটার)।
৪র্থ স্প্রে
জটিল পোকা ও ছত্রাক দমনে এই কম্বিনেশন ব্যবহার করুন।
- কীটনাশক: (এবামেকটিন ২% + ইমিডাক্লোপ্রিড ৩৬%) অথবা (ইমিডাক্লোপ্রিড ৬০ + অ্যাসিটামিপ্রিড ১০%) গ্রুপের যেকোনো একটি।
- সাথে ছত্রাকনাশক: প্রপিকোনাজল গ্রুপের যেকোনো একটি (০.৫ মিলি/লিটার)।
৫ম স্প্রে
সাদা মাছি বা জাব পোকার মতো শোষক পোকা দমনে এটি খুব কার্যকর।
- কীটনাশক: (পাইমেট্রোজিন ৬০% + নাইটেনপাইরাম ২০%) গ্রুপের যেকোনো একটি (০.৫০ গ্রাম/লিটার)।
- সাথে ছত্রাকনাশক: (এজোক্সিস্ট্রবিন + সিপ্রোকোনাজল) গ্রুপের যেকোনো একটি (২ মিলি/লিটার)।
৬ষ্ঠ স্প্রে
মূলত মাকড় দমনের জন্য এই স্প্রে।
- কীটনাশক: প্রোপাজাইট গ্রুপের যেকোনো একটি (২ মিলি/লিটার)।
- সাথে ছত্রাকনাশক: (ম্যানকোজেব ৬৩% + কার্বেন্ডাজিম ১২%) গ্রুপের যেকোনো একটি (২ গ্রাম/লিটার)।
৭ম স্প্রে
ফল ছিদ্রকারী পোকা ও ব্লাস্ট বা পচা রোগ দমনে।
- কীটনাশক: (এবামেকটিন ১% + বেটা সাইপামেথ্রিন ২%) গ্রুপের যেকোনো একটি (০.৫ গ্রাম/লিটার)।
- সাথে ছত্রাকনাশক: (টেবুকোনাজল ৫০% + ট্রাইফ্লক্সিস্ট্রবিন ২৫%) গ্রুপের যেকোনো একটি (০.৫ গ্রাম/লিটার)।
৮ম স্প্রে
শক্ত পোকা দমনে শক্তিশালী কম্বিনেশন।
- কীটনাশক: এসিফেট + ইমিডাক্লোপ্রিড অথবা সাইপারমেথ্রিন ১০% + ইমিডাক্লোপ্রিড ১০%।
- সাথে ছত্রাকনাশক: (কাসুগামাইসিন ৪% + কার্বেন্ডাজিম ৫০%) গ্রুপের যেকোনো একটি (১.৫০ গ্রাম/লিটার)।
৯ম স্প্রে
ব্যাকটেরিয়া জনিত রোগ ও মাকড় দমনে।
- কীটনাশক: এবামেকটিন গ্রুপের যেকোনো একটি (১.৫০ মিলি/লিটার)।
- সাথে বালাইনাশক (ব্যাকটেরনাশক): স্ট্রেপ্টোমাইসিন সালফেট গ্রুপের যেকোনো একটি (০.৫০ গ্রাম/লিটার) অথবা টিমসেন (০.৫ গ্রাম/লিটার)।
১০ম স্প্রে
সাদা মাছি ও ব্যাকটেরিয়া দমনে।
- কীটনাশক: (পাইরিপ্রক্সিফেন ৫% + ফেনপ্রোপ্যাথ্রিন ১৫%) অথবা ইথিওন গ্রুপ। মাত্রা: পাইরিপ্রক্সিফেন মিক্স হলে ১ মিলি/লিটার; ইথিওন হলে ২ মিলি/লিটার।
- সাথে বালাইনাশক: বিসমাথিওজল গ্রুপের যেকোনো একটি (২ গ্রাম/লিটার)।
১১তম স্প্রে
সাধারণ পোকা ও মিলডিউ দমনে।
- কীটনাশক: সাইপারমেথ্রিন গ্রুপের যেকোনো একটি (১ মিলি/লিটার)।
- সাথে ছত্রাকনাশক: (ডাইমেথোমর্ফ ৯% + মেনকোজেব ৬০%) গ্রুপের যেকোনো একটি (৪ গ্রাম/লিটার)।
১২তম স্প্রে
মাইট ও চিবিয়ে খাওয়া পোকা দমনে।
- কীটনাশক: ক্লোরফেনাপির অথবা (বেটাসাইফ্লুথ্রিন + ইমিডাক্লোপ্রিড) গ্রুপ।মাত্রা: ক্লোরফেনাপির হলে ১ গ্রাম/লিটার; মিক্স হলে ১ মিলি/লিটার।
- সাথে ছত্রাকনাশক: (এজোক্সিস্ট্রবিন ২০% + ডাইফেনাকোনাজল ১২.৫%) গ্রুপের যেকোনো একটি (১ মিলি/লিটার)।
১৩তম স্প্রে
শোষক পোকা ও ছত্রাক দমনে।
- কীটনাশক: অ্যাসিটামিপ্রিড গ্রুপের যেকোনো একটি (০.৫০ গ্রাম/লিটার)।
- সাথে ছত্রাকনাশক: (প্রপিকোনাজল + ডাইফেনোকোনাজল) গ্রুপের যেকোনো একটি (২ মিলি/লিটার)।
১৪তম স্প্রে
সাদা মাছি ও পচা রোগ দমনে।
- কীটনাশক: ডায়াফেনথিউরন গ্রুপের যেকোনো একটি (১ মিলি/লিটার)।
- সাথে ছত্রাকনাশক: (কার্বেন্ডাজিম + ইপ্রোডিয়ন) গ্রুপের যেকোনো একটি (২ গ্রাম/লিটার)।
১৫তম স্প্রে
ফসল তোলার আগে শেষ সুরক্ষা।
- কীটনাশক: (বাইফেথ্রিন ৫% + পাইরিডাবান ১০% + থায়াডির্কাব ৫০%) গ্রুপের যেকোনো একটি (০.২৫ মিলি/লিটার)।
- সাথে বালাইনাশক: কপার অক্সিক্লোরাইড গ্রুপের যেকোনো একটি (৩ গ্রাম/লিটার)।
পরামর্শ:
-
যেকোনো বালাইনাশক ব্যবহারের আগে বোতলের গায়ের নির্দেশনা ভালো করে পড়ে নিন।
-
বিকেল বেলা স্প্রে করা উত্তম।
-
নিরাপত্তামূলক ব্যবস্থা (মাস্ক, গ্লাভস) গ্রহণ করুন।
তথ্যসূত্র: মোঃ ফরিদুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা কালিগঞ্জ, লালমনিরহাট
আরও পড়ুন-
- তিল চাষের আধুনিক পদ্ধতি: কম খরচে বেশি লাভ
- খিরা চাষের সহজ ও আধুনিক পদ্ধতি: বিশেষজ্ঞের পরামর্শ
- যেভাবে শীতকালীন শসা চাষ করবেন
- মরিচ ও টমেটো চাষে রোগ ও পোকা দমনের জন্য পূর্ণাঙ্গ স্প্রে গাইড
- যেভাবে উন্নত পদ্ধতিতে মরিচ চাষ করবেন
Discover more from বীজ ঘর ডটকম
Subscribe to get the latest posts sent to your email.
