শীত মওসুমে বাহারি সবজি ও ফুলের বীজ বপনের ধুম পড়ে যায় চারিদিকে। কিন্তু যে ভুল গুলোর কারনে বীজ থেকে চারা গজায় না; বীজ বপনের আগে ভুল গুলো জানা জরুরি।
আজ আমরা এই নিবন্ধে এমন কিছু টিপস দিব কীভাবে বীজ বোনলে তা নষ্ট হবে কম, চারাও ভালো থাকবে। এই টিপসগুলো অনুসরন করলে বীজ থেকে চারা গজানোর সমস্যা আর থাকবে না।
বীজ থেকে চারা গজায় না যে সব কারনে
- বীজ কয়েক বছরের পূরানো হলে বীজ থেকে চারা হওয়ার সম্ভবনা অনেক অংশে কমে যায়।
- তাই বীজ বপনের আগে বীজের গুনগত মান ঠিক আছে কি না, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- গুনগত মানের বীজের জন্য ভালো ব্র্যান্ডের বীজ কিনতে হবে সবসময়; বাজার থেকে খোলা বীজ কিনা যাবে না।
- বীজ বপনের আগে পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদগম ভালো হয় হয়; না রাখলে অঙ্কুরোদগম কম হতে পারে।
- এছাড়া পানিতে ভিজিয়ে রাখার সময় যে বীজ গুলো ডুবে যায়; এমন বীজ থেকে চারা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
- বীজ বোনার জন্য পটিং মিক্সার ভালো হওয়া খুব জরুরি (৬০ শতাংশ কোকোপিট, ২০ শতাংশ বালি আর ২০ শতাংশ কমপোস্ট মিশিয়ে গাছের বীজ লাগাতে পারেন)।
- বীজ বপনের মাটি গুলো ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে; না হলে বীজ গজাতে সমস্যা হয়।
- পটিং মিক্সারের খুব ভিতরে বীজ বপন করা যাবে না; (প্রথমে টব ৮০ শতাংশ ভরে নিন, তার পর বীজ বপন করে বীজের উপর ২০ শতাংশ পটিং মিক্সার দিন)।
- আরও একটা হিসেব করে বীজ বোনতে পারেন; বীজ যতটা চওড়া ততটা পরিমাণ মাটি দিবেন বীজের উপরে।
- বীজ বোনার পর স্প্রে বোতল দিয়ে পানি দিতে হবে সকাল কিংবা বিকালে।
- লক্ষ্য রাখতে হবে মাটি যেন কখনও শুকিয়ে না যায়; আবার সবসময় ভেজাভেজা না থাকে।
- এছাড়া আরও লক্ষ্য রাখতে হবে সূর্যের আলো সরাসরি যেন না পড়ে।
- এমন জায়গায় রাখুন যেখানে আলো আর বাতাস ভালো চলাচল করে।
- চারার বয়স ১৫ থেকে ২০ দিন হলে তাতে খুব হালকা করে গুলে সার দিতে পারেন।
- অন্তত ১০ থেকে ১২টি পাতা বের হলেই তা বড় টবে প্রতিস্থাপন করুন।
–বগ্লে প্রকাশিত কোনও তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
আরো পড়ুন …
- যেভাবে ছাদ বাগান বা টবের মাটি তৈরি করবেন, জেনে নিন সহজ উপায়
- কোন মাসে কী ধরনের শাক-সবজি ও ফল চাষ করবেন
**চাষাবাদ ও কৃষি সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন, বিশ্লেষণ, খবর পড়তে আজই জয়েন করুন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ” বীজ ঘর ( কৃষি কথা )” হোয়াটসঅ্যাপ গ্রুপ ” বীজ ঘর ( কৃষি কথা )” অথবা টেলিগ্রাম চ্যানেল ”বীজ ঘর ( কৃষি কথা )’‘ এ।