বীজ ঘর ডটকম (BeejGhor.com) এ আপনাকে স্বাগতম।
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষি ব্যবস্থা। বীজতলা থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরে রয়েছে প্রযুক্তি। কৃষিতে প্রযুক্তির ব্যবহার চাষাবাদকে যেমন সহজ করে তুলবে; তেমনি ফসলের উৎপাদন বাড়বে।
কৃষিতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি সংশ্লিষ্ট সকলের কাছে কৃষি পণ্য সহজলভ্য করণের লক্ষ্যে ২০২২ সালে ১৫ নভেম্বর যাত্রা শুরু করে বীজ ঘর ডটকম (BeejGhor.com) ।
বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক বীজ কোম্পানী বীজ ঘর ডটকম, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের কৃষকদের জন্য হাইব্রিড ও দেশি জাতের সব ধরনের বীজ সরবরাহ করে যাচ্ছে।
একারণে বীজ ও বীজ শিল্পের উন্নয়নে কোম্পানিটির নিরন্তর প্রচেষ্টা কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
কৃষিখাতে স্বনির্ভর দেশ গড়তে আমরা কাজ করছি “অংশগ্রহণমূলক কৃষি” মডেল নিয়ে। আমরা কৃষকদের জন্য সঠিক, জলবায়ু-সহনশীল এবং রোগ-প্রতিরোধী বীজ বিপণনে গর্বিত।
আমরা কৃষকদের কাছে ২০০+ হাইব্রিড ও দেশি জাতের বীজ বাজারজাত করছি যা জলবায়ু সহনশীল, রোগ প্রতিরোধী, উচ্চ ফলনশীল এবং কম উৎপাদন খরচ নিশ্চিত করে।
এছাড়া আমাদের লক্ষ্য কৃষকদের আয় বাড়াতে মানসম্পন্ন বীজ সরবরাহ করা। আমাদের বীজ উৎপাদন কৃষকদের জন্য, কৃষকদের দ্বারা।
এদিকে, বীজ ঘর ডটকম জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ততা থেকে দেশকে বাঁচাতে; বীজ সরবরাহের সময় আমরা বার বার ব্যবহার উপযোগী ‘ইকো-বন্ধুত্বপূর্ণ প্যাকেজিং’ ব্যবহার করে থাকি।
বর্তমানে অনলাইন ভিত্তিক বীজ কোম্পানীর ক্ষেত্রে; বীজ ঘর ডটকম (BeejGhor.com) নিঃসন্দেহেই দেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক বীজ কোম্পানী।
যেখানে আকর্ষণীয় ডিল এবং ডিসকাউন্ট অফারে বীজসহ কৃষি পণ্য সমূহ সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন। যেখান থেকে এখন ক্যাশ অন ডেলিভারি সহ বিভিন্ন পেমেন্ট পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে বীজ ক্রয় করুন।
বীজ ঘর ডটকম (BeejGhor.com) আপামর কৃষকদের কথা চিন্তা করে তাদের বুঝার উপযোগী করে ওয়েব সাইটটি তৈরি ও পরিচালনা করতে চেষ্টা করছে।
আমাদের দেশের কৃষকগন ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর হতে চলেছে। তাই আমরা মনে করি বীজ ঘর ডটকম (BeejGhor.com) কৃষকদের আরো তথ্য ও প্রযুক্তি নির্ভর হতে সাহায্য করবে।
মিশন (mission )
বীজ ঘর ডটকম, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট কৃষিকে আরও বেশি টেকসই করে দেশের কৃষি শিল্পে আধিপত্য বিস্তার করা এবং কৃষকদের উচ্চমানের বীজ সরবরাহ করা।
- মানসম্পন্ন বীজ, টেকসই চাষ:- সততা এবং বছরের পর বছর অভিজ্ঞতা দ্বারা সমর্থিত কৃষি ব্যবসায় মূল্য যোগ করার জন্য বীজ এবং সর্বশেষ প্রযুক্তি প্রদান করুন।
ভিশন (vision)
আমাদের দৃষ্টিভঙ্গি সবুজের ছায়ায় আঁকা একটি ভবিষ্যত। উচ্চ-মানের, জলবায়ু সহনশীল বীজ সরবরাহ করা, যা টেকসই কৃষিকে সমর্থন করে। আমরা কৃষি গবেষণার অগ্রগতি এবং বীজের মান উন্নতির জন্য উদ্ভাবনী সমাধান তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মূল্যবোধ (values)
বীজ সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় দেশি বীজ সুরক্ষায় কাজ করবে বীজ ঘর ডটকম। প্রয়োজনে কৃষক পর্যায়ে নিজস্বভাবে বীজ উৎপাদন, উন্নতকরণ, সংরক্ষণ এবং বিনিময় বাড়ানো হবে। একই সাথে কৃষকের জ্ঞান ও উদ্ভাবনকে স্বীকৃতি আদায়ে কাজ করবে বীজ ঘর।
বীজ আমদানি হ্রাস করে এবং বীজ রপ্তানি করার ক্ষমতা বৃদ্ধি করে, বিশ্ব বীজ বাজারে উল্লেখযোগ্য অবদান রাখার আমাদের লক্ষ্য।
দৃষ্টি
বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং সবচেয়ে বিশ্বস্ত বীজ কোম্পানি হওয়া।
BeejGhor, a strategic business unit of Seedsfy LLC is one of the largest crop seed producers and distributing companies holding the first position among the private sector in Bangladesh contributing in the areas of Research and Variety Development, Technology validation and extension, Seed production, Processing and marketing, after-sales service.