বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক বীজ কোম্পানি “বীজ ঘর ডটকম” এখন আরও এক ধাপ এগিয়ে। আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বীজ বোর্ড থেকে বীজ ডিলার নিবন্ধন লাভ করেছি।
এখন থেকে “বীজ ঘর ডটকম” একটি সরকারি অনুমোদিত ও নিবন্ধিত বীজ বিক্রয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
এর মাধ্যমে আমরা এখন:
- সরকার অনুমোদিতভাবে বীজ বিক্রি করতে পারবো।
- বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে অংশগ্রহণ করতে পারবো।
- বীজ আমদানি ও রপ্তানির সুযোগ পাবো।
- সরকারি সেবার আওতায় বীজ খাতে উন্নয়নমূলক সুবিধা গ্রহণ করতে পারবো।