বীজ ঘর ডটকম (BeejGhor.com) এ আপনাকে স্বাগতম।
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষি ব্যবস্থা। বীজতলা থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরে রয়েছে প্রযুক্তি। কৃষিতে প্রযুক্তির ব্যবহার চাষাবাদকে যেমন সহজ করে তুলবে; তেমনি ফসলের উৎপাদন বাড়বে।
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট কৃষি হতে হবে আরও বেশি টেকসই। প্রযুক্তির সর্বাধুনিক সুবিধা কাজে লাগিয়ে প্রথাগত শ্রমঘন কৃষি পরিণত হবে প্রযুক্তিনির্ভর স্মার্ট কৃষিতে।
কৃষিতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি সংশ্লিষ্ট সকলের কাছে কৃষি পণ্য সহজলভ্য করণের লক্ষ্যে ২০২২ সালে ১৫ নভেম্বর যাত্রা শুরু করে বীজ ঘর ডটকম (BeejGhor.com) ।
বীজ ঘর ডটকম (BeejGhor.com) বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কৃষি পণ্যের অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান। যেখানে আকর্ষণীয় ডিল এবং ডিসকাউন্ট অফার সহ কৃষি পণ্য সমূহ সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন।
এছাড়া জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ততা থেকে বাংলাদেশেকে বাঁচাতে; বীজ সরবরাহের সময় আমরা বার বার ব্যবহার উপযোগী ‘ইকো-বন্ধুত্বপূর্ণ প্যাকেজিং’ ব্যবহার করে থাকি।
অন্যদিকে গ্রীন হাউস গ্যাসের প্রতিনিয়ত বৃদ্ধির কারনে ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর প্রভাবে মেরু অঞ্চলেল বরফ গলে যাচ্ছে, অনিয়মিত বৃষ্টিপাত এবং চরম ভাবাপন্ন জলবায়ুর পরিবেশ তৈরী হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের তীব্রতা, পৃথিবীব্যাপী জনসংখ্যার বৃদ্ধি এবং কৃষির সম্পদ কমে যাওয়াতে খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে।
একারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষিক্ষেত্রে সব থেকে বেশি।
এসব ক্ষতি এড়াতে বর্তমান কৃষি কলাকৌশল পরিবর্তন অনাতে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন করে সমস্যা কবলিত পরিস্থিতি ও গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রনে রেখে বেশী ফলন ফলাতে কাজ করছে বীজ ঘর ডটকম।
বর্তমানে কৃষি পণ্যের অনলাইন শপিং এর ক্ষেত্রে বীজ ঘর ডটকম (BeejGhor.com) নিঃসন্দেহেই দেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান।
বীজ ঘর ডটকম (BeejGhor.com) থেকে এখন ক্যাশ অন ডেলিভারি সহ বিভিন্ন পেমেন্ট পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে কৃষি পণ্য ক্রয় করুন।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল সহ সারা দেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অনলাইন শপিং এর সেরা অভিজ্ঞতা ঘরে বসেই উপভোগ করুন।
বীজ ঘর ডটকম (BeejGhor.com) আপামর কৃষকদের কথা চিন্তা করে তাদের বুঝার উপযোগী করে ওয়েব সাইটটি তৈরি ও পরিচালনা করতে চেষ্টা করছে।
আমাদের দেশের কৃষকগন ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর হতে চলেছে। তাই আমরা মনে করি বীজ ঘর ডটকম (BeejGhor.com) কৃষকদের আরো তথ্য ও প্রযুক্তি নির্ভর হতে সাহায্য করবে।